এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আইনজীবী আলিফ হত্যা, বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ধর্ষণকাণ্ড, গাজীপুরের আশা মনি ধর্ষণ, টঙ্গীর খদিব অপহরণ এবং কাপাসিয়ার তরগাঁও গ্রামে সংঘটিত ধর্ষণসহ দেশব্যাপী ও স্থানীয় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ অক্টোবর) শুক্রবার বাদ আসর ‘সর্বস্তরের তাওহিদী জনতা, কাপাসিয়া’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে বক্তারা ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে ইসকনকে (আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ) নিষিদ্ধ এবং এর সঙ্গে জড়িত "সকল খুনি ও ধর্ষকদের" সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিলটি আসরের নামাজের পর উপজেলার ঐতিহাসিক শহীদ তাজউদ্দীন আহমদ চত্বর থেকে বের হয়। মিছিলটি কাপাসিয়া শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং ইসকনের বিরুদ্ধে স্লোগান দেন। পরে মিছিলটি কাপাসিয়া থানা সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ইসকনের নেতাসহ সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে 'আত্মস্বীকৃত ধর্ষক' হিসেবে আখ্যায়িত করে তারও সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এ ছাড়া সমাবেশে বক্তারা গাজীপুর স্থানীয়ভাবে ঘটে যাওয়া আশা মনি ধর্ষণ, টঙ্গীর খদিব অপহরণ এবং কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামে সংঘটিত ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে কাপাসিয়াকে অপরাধমুক্ত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সমাবেশ থেকে বক্তারা বলেন, "দেশে ধর্ষণ ও বিচারহীনতার যে সংস্কৃতি চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" তারা অবিলম্বে ইসকনকে 'জঙ্গি সংগঠন' ঘোষণা করে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান।