, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা

  • প্রকাশের সময় : ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫০ পড়া হয়েছে

সাধীন আলম হোসেন নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে বিশেষ অভিযানে তিনজন হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, সিম কার্ডসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে লালপুর থানার পানসিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ নির্দেশনায় লালপুর থানার একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার তিনজন হলেন—মো. সাইফুল ইসলাম তুহিন (২২), পিতা তোফাজ্জল হোসেন চেয়ারম্যান, গ্রামের বাড়ি নওপাড়া; মো. নাজমুল আলী (২০), পিতা মো. সোলেমান প্রামানিক, গ্রামের বাড়ি পানসিপাড়া; ও আ. আল বায়েজিদ (২০), পিতা বাচ্চু মণ্ডল, গ্রামের বাড়ি পানসিপাড়া, থানা লালপুর, জেলা নাটোর।

পুলিশ জানায়, তারা পরস্পরের যোগসাজশে পানসিপাড়া গ্রামের বাচ্চু মণ্ডলের বাড়ির পাশে একটি আমবাগানে হ্যাকিং কার্যক্রম চালাতেন। মাদক গ্রহণের পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের কণ্ঠ নকল করে প্রতারণা করতেন। এ ছাড়া বিকাশ, নগদ ও ইমু অ্যাকাউন্ট হ্যাক করে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযানে তাদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, চারটি বাটন ফোন, ১৯ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইলগুলোতে বিকাশ লেনদেন ও হ্যাকিংয়ের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “হ্যাকার ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। অভিভাবকদের প্রতি আহ্বান জানাব, সন্তানদের এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতন হতে হবে।”

লালপুর থানায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা!

প্রকাশের সময় : ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

সাধীন আলম হোসেন নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে বিশেষ অভিযানে তিনজন হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, সিম কার্ডসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে লালপুর থানার পানসিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ নির্দেশনায় লালপুর থানার একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার তিনজন হলেন—মো. সাইফুল ইসলাম তুহিন (২২), পিতা তোফাজ্জল হোসেন চেয়ারম্যান, গ্রামের বাড়ি নওপাড়া; মো. নাজমুল আলী (২০), পিতা মো. সোলেমান প্রামানিক, গ্রামের বাড়ি পানসিপাড়া; ও আ. আল বায়েজিদ (২০), পিতা বাচ্চু মণ্ডল, গ্রামের বাড়ি পানসিপাড়া, থানা লালপুর, জেলা নাটোর।

পুলিশ জানায়, তারা পরস্পরের যোগসাজশে পানসিপাড়া গ্রামের বাচ্চু মণ্ডলের বাড়ির পাশে একটি আমবাগানে হ্যাকিং কার্যক্রম চালাতেন। মাদক গ্রহণের পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের কণ্ঠ নকল করে প্রতারণা করতেন। এ ছাড়া বিকাশ, নগদ ও ইমু অ্যাকাউন্ট হ্যাক করে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযানে তাদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, চারটি বাটন ফোন, ১৯ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইলগুলোতে বিকাশ লেনদেন ও হ্যাকিংয়ের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “হ্যাকার ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। অভিভাবকদের প্রতি আহ্বান জানাব, সন্তানদের এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতন হতে হবে।”

লালপুর থানায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।