ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা রাজু হোসেন রাসেল(২২)প্রকাশ গুলি রাজু হত্যার পলাতক আসামি জায়েদুল ইসলাম প্রকাশ জায়েদ(২৩)কে পটিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে।
গতকাল ২৩শে শুক্রবার অক্টোবর রাত ১টায় গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ পটিয়া পৌরসভার তালতলা চৌকি হতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।সে রাজু হত্যার দায়েরকৃত মামলার আসামি। গত ৬এপ্রিল উক্ত মামলার গ্রেপ্তারকৃত এজাহার নামীয় আসামি মোহাম্মদ তাঈম হোসেন আসিফ(২৫)এর আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিতে আসামি জায়েদের নাম স্বীকার করলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জায়েদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
সে গত ২৭শে এপ্রিল ২০২৪ সালে পল্লী মঙ্গল লোকনাথ মন্দিরের পিছনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রাজু হত্যার ঘটনায় জড়িত।
পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন,রাজু হত্যার আসামি জায়েদকে পুলিশ গ্রেপ্তার করে আদালত সোপর্দ কর হয়।বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।
জায়েদুল ইসলাম জায়েদ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ছাপড়পাঠি ইউনিয়ন ধাপাচিল্লা গ্রামের আবদুল আউয়ালের ছেলে। সে বর্তমান পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড তালতলা চৌকিস্হ সুলতান মেম্বারের ভাড়া বাসায় থাকে।