
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার রামনগর ও বিলচাপড়ী গ্রামের কৃষকদের জমি দখল ও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বিলচাপড়ী আইডিয়াল কলেজের পুরাতন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক ও ভুক্তভোগী পরিবারসহ ১৫০০শত মানুষ অংশ নেন।
অভিযোগে জানা যায়, ২০০০ সালে রামনগর ও বিলচাপড়ী গ্রামের জনগণের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিলচাপড়ী আইডিয়াল কলেজ, যা বর্তমানে একটি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, কলেজের বর্তমান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম জোরপূর্বক স্থানীয় কৃষক মৃত আলহাজ্ব সইমুদ্দিনের পুত্র আব্দুল বাকী, মোখলেছুর রহমান, নজরুল ইসলাম, মৃত আব্দুর রউফ মাস্টার, মো. জহুরুল ইসলাম ও পান্নাসহ আরও কয়েকজনের জমি দখল করে সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সরোয়ার হোসেন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমির মালিক মোখলেছুর রহমান, সোহানুর রহমান লাভলু, আব্দুর রহমান, বিল্লাল হোসেন ও নোমান প্রমুখ।
বক্তারা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের আড়ালে এ ধরনের অবৈধ জমি দখল ও বালু ব্যবসা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে, নইলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দখলকৃত জমি উদ্ধারের দাবি জানিয়েছেন।





















