আব্দুল জব্বার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) এই অভিযানটি পরিচালনা করা হয়।
ঠাকুরগাঁও জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে দুদকের চার সদস্যের একটি টিম দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিভিন্ন বিভাগে অভিযানটি চালানো হয়েছে। এসময় রোগীদের খাদ্য, ওষুধ,ল্যাবসহ সকল বিষয়ে তদন্ত করা হয়।
জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন,কমিশনের অনুমোদনক্রমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম,অসঙ্গতি দেখা গেছে। রোগীদের নিম্নমানের খাবার,ওয়াশরুম অপরিষ্কার,বাইরে থেকে আসা রোগীদের হাসপাতালে সেবা না দিয়ে ল্যাবের টেকনিশিয়ানরা বাইরের ডায়াগনস্টিক সেন্টার দিয়ে ব্যবসা করে এবং জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তাররা রোগীদের রোগ নির্ণয় করার জন্য বাহিরের ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে যাওয়ার জন্য উৎসাহিত করে অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে সব ধরনের রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকলেও সেটা তারা করছেন না।
এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী জানান,তার স্টাফরা তার কথা শুনছে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ম্যানেজমেন্টে সমস্যা থাকার কথা স্বীকার করেন এবং বলেন,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।