মো. নুর হোসেন কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে জুলাই বিপ্লবী শিক্ষার্থী হত্যা মামলার আসামি ও উপজেলা চর লরেন্স ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমানকে চর লরেন্স ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়ায় স্থানীয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও রাজনৈতিক নেতা কর্মীদের মাঝে চরম উক্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে।
বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়ন করেছেন তিনি। বৈষম্য বিরোধী হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর কমলনগর থানা পুলিশ গত ১০ মার্চ তাকে গ্রেপ্তার করে জিআর ৩৬৯/২৪ নং মামলায় আদালতের মাধ্যমে জেলে হাজতে পাঠান। জামিনে মুক্তি পাওয়ার পর গত ২১ অক্টোবর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বিজ্ঞাপ্তির মাধ্যমে মিজানুর রহমানকে প্যানের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব অর্পণ করেন। এরপরই স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে চরমভাবে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের নেতা ও জুলাই মঞ্চ এর কমলনগর সদস্য সচিব আব্দুল আহাদ ফারাবি বলেন, যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যোদ্ধ করে আমাদের সহকর্মীরা শহীদ হয়েছেন। সেই ফ্যাসিস্ট ও জুলাই যোদ্ধা হত্যা মামলার আসামি মিজানুর রহমানকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে শহীদদের অবমাননা করা হয়েছে। আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে এর তিব্র নিন্দা জানাই।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আকরাম হোসেন জানান, একজন যুবলীগের বর্তমান কমিটির নেতা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী হত্যা মামলার আসামিকে চর লরেন্স ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান করায় আমি এর তিব্র নিন্দা জানায়।
উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, মিজানুর রহমান কিভাবে প্যানেল চেয়ারম্যান হয়েছে তা আমার জানা নাই।
প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মিজানুর রহমান যুবলীগের দায়িত্বে থাকা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী হত্যা মামলায় জেলে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।