, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৪৬ পড়া হয়েছে

আব্দুল আজিজ,নাচোল সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম জানান, সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর নাচোল উপজেলায় মোট ১৩ হাজার ৭৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই সুবিধা পাচ্ছেন।
এই প্রণোদনার আওতায় গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারী ও বিভিন্ন রবি ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে।
“বর্তমান সরকার কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কৃষকের উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় বাড়ানো এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রণোদনা কর্মসূচি সেই লক্ষ্যে বড় সহায়ক ভূমিকা রাখবে।”
নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন,
কৃষিকে একটি উৎপাদনমুখী ও টেকসই খাতে রূপান্তরের জন্য কাজ করছে। কৃষকরা দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থার প্রাণ— তাই সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, নাচোল উপজেলার কৃষকরা পরিশ্রমী ও উদ্ভাবনীমুখী। সরকারের সহযোগিতা পেলে তারা আরও বেশি উৎপাদন করতে পারবেন, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন কৃষক জানান, বর্তমান সময়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচি তাদের জন্য আশীর্বাদস্বরূপ। বিনামূল্যে বীজ ও সার পেলে তারা সহজে ফসল আবাদ করতে পারবেন এবং উৎপাদনও বাড়বে।
নাচোল উপজেলার কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষকদের জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

জনপ্রিয়

বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

প্রকাশের সময় : ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

আব্দুল আজিজ,নাচোল সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম জানান, সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর নাচোল উপজেলায় মোট ১৩ হাজার ৭৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই সুবিধা পাচ্ছেন।
এই প্রণোদনার আওতায় গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারী ও বিভিন্ন রবি ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে।
“বর্তমান সরকার কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কৃষকের উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় বাড়ানো এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রণোদনা কর্মসূচি সেই লক্ষ্যে বড় সহায়ক ভূমিকা রাখবে।”
নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন,
কৃষিকে একটি উৎপাদনমুখী ও টেকসই খাতে রূপান্তরের জন্য কাজ করছে। কৃষকরা দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থার প্রাণ— তাই সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, নাচোল উপজেলার কৃষকরা পরিশ্রমী ও উদ্ভাবনীমুখী। সরকারের সহযোগিতা পেলে তারা আরও বেশি উৎপাদন করতে পারবেন, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন কৃষক জানান, বর্তমান সময়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচি তাদের জন্য আশীর্বাদস্বরূপ। বিনামূল্যে বীজ ও সার পেলে তারা সহজে ফসল আবাদ করতে পারবেন এবং উৎপাদনও বাড়বে।
নাচোল উপজেলার কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষকদের জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।