মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় প্রতিনিধ : গতকাল বিকেল দুইটায় পঞ্চগড়ের বোদা শহীদ মিনার চত্বরে বর্ণাঢ্য আয়োজন রেলী এবং শোভাযাত্রার মাধ্যমে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ, পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সদস্য সচিব জেলা বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান বাবু,
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুব দলের আহবায়ক মোঃ অলিয়ার রহমান অলি,
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা,উক্ত যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলার আইকন পরিচ্ছন্ন যুব নেতা, এলাহী কুদরত ই আমিন সাগড়।প্রধান অতিথি তার বক্তব্য বলেন আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুবদল সততার সাথে কাজ করে যাবে বলে আমি মনে করি।