এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের দি মুন হোমিও ফার্মেসির সামনে রংপুর-ঢাকা মহাসড়কে স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন" সোহেল রানা (২৫), পিতা শাহ আলম, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম এবং মোঃ মিলন মিয়া (২৮), পিতা মৃত ইনসার আলী, গ্রাম বানেশ্বর নামাজ, থানা পুটিয়া, জেলা রাজশাহী।
এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত ২নং আসামি মোঃ মিলন মিয়ার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিত চেকপোস্টে তল্লাশি পরিচালনা করি। আজকের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।”