এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলার আমাইডাঙ্গা বিল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আমাইডাঙ্গা বিলের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শিশু জলপাই কুড়াতে বিলের পাড়ে আসে। এ সময় তারা বিলের মধ্যে ভাসমান মরদেহটি দেখে ভয়ে চিৎকার দেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহটি দেখতে পায় এবং বিষয়টি থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন মানসিক ভারসাম্যহীন যুবক। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”