এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলীতে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে নুর আলম (১৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে নুর আলম জুমার নামাজ শেষে বাহাদুরপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সেকেন্দার আলী রানার বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের লালন মিয়ার ছেলে ইসরাফিল ইসলাম আলমাস তাকে ‘টোকাই’ বলে গালাগালি করে এবং এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে নুর আলমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে ও তিনি রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহত নুর আলমকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার বাম চোখের নিচে গভীর ক্ষতস্থানে চারটি সেলাই দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আহতের ভাই মিনারুল ইসলাম বাদী হয়ে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।