
সেলিম হোসেন রুবেল জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে গত কয়েক দিন টানা বৃষ্টিতে অনেক ফসলের ক্ষয় ক্ষতি হয়েছে।জমিতে পানি জমে থাকায় অনেক জায়গায় চারা নষ্ট হয়েছে।জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার মাঠ জুড়ে এখন জমে থাকা পানির দৃশ্য। এতো ক্ষয় ক্ষতি হয়েছে পাকা ধান,আগাম জাতের আলু,পেঁয়াজ রসুন সহ বিভিন্ন জাতের শীতকালীন সবজির ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় কয়েকজন কৃষক জানান,গত কয়েক দিন টানা বৃষ্টি কারণে মাঠের পানি নামার সুযোগ না পেয়ে ধান ক্ষেতের গোড়ায় পানি জমে ধান গাছ পড়ে গেছে।এতো অনেক জায়গায় ধান পানিতে তলিয়ে গেছে।ধান কাটতে পারছে না কৃষকরা।এতো চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
অন্য দিকে আগাম জাতের আলু রোপন করে বিপাকে পড়েছে কৃষকরা।আলুর জমিতে পানি জমে থাকায় বীজ পচে আশঙ্কায় পড়েছে কৃষকরা।
একজন কৃষক কে জিজ্ঞাসা করলে তিনি জানান,টানা বৃষ্টির কারণে তার ফসলের ধান পানিতে তলিয়ে গেছে।এখন পুরো জমি পানির নিচে।যদি নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় তাহলে সব ধান নষ্ট হয়ে যাবে এবং বীজতলা পচে যাবে।
কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান,টানা বৃষ্টির কারণে ফসলের জমিতে অনেক পানি জমে আছে।এতো করে ফসলের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। তারা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণের কাজ করছেন এবং কৃষকদের জমি থেকে পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে না।




















