, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি

  • প্রকাশের সময় : ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৫০ পড়া হয়েছে

আলফাজ মামুন নুরী কক্সবাজার প্রতিনিধি : জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের জেলা পর্যায়ের অনুষ্ঠানে “চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি” হিসেবে স্বীকৃতি পেয়েছে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেড।

শনিবার (১লা নভেম্বর ২০২৫ইং) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের মূল অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা সমবায় দপ্তরের কর্মকর্তারা।

সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ছরওয়ার আলম সিকদার এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দিন (বিএ)।

এই মর্যাদাপূর্ণ স্বীকৃতিতে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্য, কর্মকর্তা এবং বদরখালীবাসীর মাঝে বিরাজ করছে আনন্দ ও গর্বের উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে এলাকার কৃষি উন্নয়ন, ভূমি সংস্কার, সদস্যদের অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রাপ্তি বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানিয়েছেন ,

বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি শুধু একটি সংগঠন নয়; এটি বদরখালীর অর্থনৈতিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন বদরখালীর সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

সমিতির সভাপতি ছরওয়ার আলম সিকদার বলেন ,

এই অর্জন বদরখালীর প্রতিটি সদস্য ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফসল। ভবিষ্যতে আমরা আরও বৃহত্তর জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে চাই।

সম্পাদক মঈন উদ্দিন (বিএ) জানান ,

সরকারের ‘সমবায়ের মাধ্যমে উন্নয়ন’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে বদরখালী সমবায় কাজ করে যাচ্ছে। এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেড দীর্ঘদিন ধরে বদরখালীর কৃষক সমাজের অর্থনৈতিক উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা, এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে আসছে।

জাতীয় সমবায় দিবসে প্রাপ্ত এই সম্মান বদরখালীর জনগণের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা করছে সবাই।

জনপ্রিয়

অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা!

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি

প্রকাশের সময় : ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

আলফাজ মামুন নুরী কক্সবাজার প্রতিনিধি : জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের জেলা পর্যায়ের অনুষ্ঠানে “চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি” হিসেবে স্বীকৃতি পেয়েছে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেড।

শনিবার (১লা নভেম্বর ২০২৫ইং) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের মূল অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা সমবায় দপ্তরের কর্মকর্তারা।

সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ছরওয়ার আলম সিকদার এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দিন (বিএ)।

এই মর্যাদাপূর্ণ স্বীকৃতিতে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্য, কর্মকর্তা এবং বদরখালীবাসীর মাঝে বিরাজ করছে আনন্দ ও গর্বের উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে এলাকার কৃষি উন্নয়ন, ভূমি সংস্কার, সদস্যদের অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রাপ্তি বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানিয়েছেন ,

বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি শুধু একটি সংগঠন নয়; এটি বদরখালীর অর্থনৈতিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন বদরখালীর সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

সমিতির সভাপতি ছরওয়ার আলম সিকদার বলেন ,

এই অর্জন বদরখালীর প্রতিটি সদস্য ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফসল। ভবিষ্যতে আমরা আরও বৃহত্তর জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে চাই।

সম্পাদক মঈন উদ্দিন (বিএ) জানান ,

সরকারের ‘সমবায়ের মাধ্যমে উন্নয়ন’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে বদরখালী সমবায় কাজ করে যাচ্ছে। এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেড দীর্ঘদিন ধরে বদরখালীর কৃষক সমাজের অর্থনৈতিক উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা, এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে আসছে।

জাতীয় সমবায় দিবসে প্রাপ্ত এই সম্মান বদরখালীর জনগণের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা করছে সবাই।