এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় গাঁজা সেবনের অপরাধে দুই যুবককে ১ মাস ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুজ্জামান এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ রায় প্রদান করেন।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় আসামিকে ১ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন"- ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত আব্দুর সালাম এর ছেলে জোবায়ের হোসেন (২৩) এবং একই এলাকার জামার আলীর ছেলে জিতু মিয়া (২০)।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুজ্জামান জানান, “মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”