রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে মঙ্গলবার বিকেল ৩টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। কবিরহাট পৌর এলাকার সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন কবিরহাট–বসুরহাট সড়কে একটি যাত্রীবাহী সিএনজি ও দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন: সিএনজি চালক শাহ আলম, নোয়াখালী সরকারি কলেজের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, যাত্রী বিবি কুলসুম, জান্নাত ও সুমন।
স্থানীয়রা জানিয়েছেন, কবিরহাট–বসুরহাট সড়কটি ব্যস্ততম হলেও এখানে ভারী যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তার ব্যবস্থা অপ্রতুল। তারা দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদার এবং একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।