এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৫০ লাখ টাকার সম্পদ অর্জনের অপরাধে বগুড়ার সমবায় শিল্প বণিক সমিতির চেয়ারম্যান ও আইনজীবী জহুরুল ইসলামকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে বগুড়ার দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায়ে অবৈধভাবে অর্জিত ২ কোটি ৪৭ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে দুদকের বগুড়ার তৎকালীন সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম মামলাটি তদন্ত করে জহুরুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
দুইটি ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে মোট ৪ বছরের কারাদণ্ড প্রদান করেন। তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে কার্যত তার কারাভোগের মেয়াদ হবে ৩ বছর।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।