এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে সরিষার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নিজ নাটাবাড়ি গ্রামে গত ০৫ নভেম্বর রাতে।
অভিযোগ রয়েছে, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মঈনুল হাসান মুকুল-এর মালিকানাধীন প্রায় ৩০ শতক জমির সরিষার ফসল প্রতিপক্ষ প্রতিবেশী মৃত মঞ্জুর সরকারের ছেলে আবু বক্কর সরকার ও জালু সরকার রাতে প্রবেশ করে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে। এতে পুরো জমির সরিষা গাছ নষ্ট হয়ে যায়। এতে আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।
এ ঘটনায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে মঈনুল হাসান মুকুল ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তিনি ধুনট থানাকেও বিষয়টি অবহিত করেন।
তিনি জানান, “পূর্ব শত্রুতার জের ধরেই আমার ফসল নষ্ট করার জন্য এই ন্যক্কারজনক কাজটি করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন বলেন,
“অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি)'কে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”