, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

লালমনিরহাটে বিষ প্রয়োগে কৃষকের ধান ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ

খাজা রাশেদ,লালমনিরহাট প্রাতিনিধিঃ লালমনিরহাটে বিষ প্রয়োগে এক কৃষকের ধান ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
‎এ ঘটনায় লালমনিরহাটের আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের সহ ন্যায় বিচার পেতে লালমনিরহাট জেলা প্রশাসক,কৃষি অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে আবেদন জানান ভুক্তভোগী কৃষক মোঃ সফিয়ার রহমান।

‎অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়,লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আরাজী দেওডোবা গ্রামের মৃত.আজগার আলীর ছেলে সফিয়ার রহমান (৫০) প্রতিবেশি শাখাতুল হুদা (ভাদু মাস্টার) এর নিকট থেকে ৩৯ শতক জমি বর্গা নিয়ে আমন ধান চাষ করেন। যা অভিযুক্ত একই গ্রামের মৃত.বছির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম অপি (৪০) ওই জমিটি বর্গা চাষে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু, জমির মালিক ক্ষতিগ্রস্ত  কৃষক সফিয়ার রহমানকে বর্গা দিলে রফিকুল ইসলাম অপির চক্ষুশুল হলে গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে কীটনাশক স্প্রে করে সে এমন ঘটনা ঘটায় বলে জানান,ভুক্তভোগী সফিয়ার রহমান সহ
‎স্থানীয় কবিনুর ইসলাম ও অনন্যরা।
‎সরেজমিনে গিয়ে আরো জানা যায়,অভিযুক্ত রফিকুল ইসলাম অপির ভাই আজিজুল ইসলাম (৩৫) অভিযোগ করে বলেন,একই ভাবে বিষ প্রয়োগ করে আমার ধানেরক্ষেত পুরিয়ে দেওয়া হয়েছে।
‎তবে,কে বা কাহারা করেছে আমি তা জানিনা।

‎নাম প্রকাশে এক প্রতিবেশি বলেন,রফিকুল ইসলাম অপির বিরুদ্ধে এর আগে ও মানুষের তামাক ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছিলো।যা স্থানীয়রা জানেন। এ সময় ক্ষতিগ্রস্থ কৃষক সফিয়ার রহমান আক্ষেপ করে বলেন,মানুষের সাথে মানুষের শত্রুতা থাকলে প্রতিশোধ নেওয়ার অনেক কায়দা থাকতে পারে। তাই বলে, ক্ষেতের ফসলের সাথে শত্রুতা  করা ঠিক না। আমি ক্ষতিগ্রস্ত একজন সাধারণ কৃষক হয়ে এর সুষ্ঠু তদন্ত করে দোষীকে আইনের আওতায় আনার অনুরোধ  জানাচ্ছি।

‎আর এ বিষয়ে, অভিযুক্ত রফিকুল ইসলাম অপির সাথে মুঠোফোনে  কথা বললে তিনি বলেন,এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র,মিথ্যা এবং ভিত্তিহীন। আমাকে ফাঁসাতে কেউ চক্রান্ত করছে।

‎বিষয়টি নিয়ে আদিতমারী উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক এর সাথে কথা বললে তিনি বলেন,সফিয়ার রহমান নামে একজন কৃষক আমার দপ্তরে অভিযোগ  জানিয়েছেন। এর পেক্ষিতে,আমার কর্মকর্তা ওই জমি পরিদর্শন করেছেন।আর ওই ক্ষতিগ্রস্ত কৃষককে গম অথবা সরিষার বীজ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন এ কর্মকর্তা।

‎আর এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর বলেন,অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে বিষ প্রয়োগে কৃষকের ধান ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রকাশের সময় : ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

খাজা রাশেদ,লালমনিরহাট প্রাতিনিধিঃ লালমনিরহাটে বিষ প্রয়োগে এক কৃষকের ধান ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
‎এ ঘটনায় লালমনিরহাটের আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের সহ ন্যায় বিচার পেতে লালমনিরহাট জেলা প্রশাসক,কৃষি অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে আবেদন জানান ভুক্তভোগী কৃষক মোঃ সফিয়ার রহমান।

‎অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়,লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আরাজী দেওডোবা গ্রামের মৃত.আজগার আলীর ছেলে সফিয়ার রহমান (৫০) প্রতিবেশি শাখাতুল হুদা (ভাদু মাস্টার) এর নিকট থেকে ৩৯ শতক জমি বর্গা নিয়ে আমন ধান চাষ করেন। যা অভিযুক্ত একই গ্রামের মৃত.বছির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম অপি (৪০) ওই জমিটি বর্গা চাষে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু, জমির মালিক ক্ষতিগ্রস্ত  কৃষক সফিয়ার রহমানকে বর্গা দিলে রফিকুল ইসলাম অপির চক্ষুশুল হলে গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে কীটনাশক স্প্রে করে সে এমন ঘটনা ঘটায় বলে জানান,ভুক্তভোগী সফিয়ার রহমান সহ
‎স্থানীয় কবিনুর ইসলাম ও অনন্যরা।
‎সরেজমিনে গিয়ে আরো জানা যায়,অভিযুক্ত রফিকুল ইসলাম অপির ভাই আজিজুল ইসলাম (৩৫) অভিযোগ করে বলেন,একই ভাবে বিষ প্রয়োগ করে আমার ধানেরক্ষেত পুরিয়ে দেওয়া হয়েছে।
‎তবে,কে বা কাহারা করেছে আমি তা জানিনা।

‎নাম প্রকাশে এক প্রতিবেশি বলেন,রফিকুল ইসলাম অপির বিরুদ্ধে এর আগে ও মানুষের তামাক ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছিলো।যা স্থানীয়রা জানেন। এ সময় ক্ষতিগ্রস্থ কৃষক সফিয়ার রহমান আক্ষেপ করে বলেন,মানুষের সাথে মানুষের শত্রুতা থাকলে প্রতিশোধ নেওয়ার অনেক কায়দা থাকতে পারে। তাই বলে, ক্ষেতের ফসলের সাথে শত্রুতা  করা ঠিক না। আমি ক্ষতিগ্রস্ত একজন সাধারণ কৃষক হয়ে এর সুষ্ঠু তদন্ত করে দোষীকে আইনের আওতায় আনার অনুরোধ  জানাচ্ছি।

‎আর এ বিষয়ে, অভিযুক্ত রফিকুল ইসলাম অপির সাথে মুঠোফোনে  কথা বললে তিনি বলেন,এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র,মিথ্যা এবং ভিত্তিহীন। আমাকে ফাঁসাতে কেউ চক্রান্ত করছে।

‎বিষয়টি নিয়ে আদিতমারী উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক এর সাথে কথা বললে তিনি বলেন,সফিয়ার রহমান নামে একজন কৃষক আমার দপ্তরে অভিযোগ  জানিয়েছেন। এর পেক্ষিতে,আমার কর্মকর্তা ওই জমি পরিদর্শন করেছেন।আর ওই ক্ষতিগ্রস্ত কৃষককে গম অথবা সরিষার বীজ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন এ কর্মকর্তা।

‎আর এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর বলেন,অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।