রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উদয় ফাউন্ডেশনের আয়োজনে জেলার সর্ববৃহৎ “উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫”।
শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও দাগুনভূইয়া উপজেলার মোট ১১টি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার ১১১টি স্কুল ও মাদ্রাসা থেকে ৫ম থেকে ১০ম শ্রেণির ৮ হাজার ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উদয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মাদ মামুনুর রশিদ মানুন এর সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালিত হয়।
পরীক্ষার সার্বিক কার্যক্রম তদারকি করতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মো. জাহাঙ্গীর এবং সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুল কাদের ভূঁইয়া।
পরীক্ষা চলাকালীন কোম্পানীগঞ্জ সরকারি কলেজ (সরকারি মুজিব কলেজ) কেন্দ্রে বাবু ধনেশ্বর মজুমদার সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরীক্ষা পরিদর্শন শেষে উদয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মাদ মামুনুর রশিদ মানুন বলেন—আমাদের অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতে নোয়াখালীর প্রতিটি উপজেলায় এ বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।