এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলায় নেশার টাকা না দেওয়ায় সৎ বাবাকে হত্যা করেছে এক সৎ ছেলে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার পালপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম টাইগার মিলন (৪৫)। এ ঘটনায় পুলিশ ঘাতক সৎ ছেলে শামীম (২২)কে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শামীম তার সৎ বাবা টাইগার মিলনের কাছে নেশার জন্য টাকা দাবি করে। মিলন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শামীম ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মিলনের মাথায় আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় মিলনকে স্থানীয়রা উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই কাহালু থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এ ঘটনায় শামীমের মা-কেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।