
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মজিদ মন্ডল (৪৫)। তিনি ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভৃতবাড়ী গ্রামের মৃত জয়নাল মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৃতবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।





















