ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুম পুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে শান্তির মা দীঘির পানিতে বস্ত্রহীন অজ্ঞাত একটি যুবকের লাশ ভেসে উঠতে দেখা যায়।তার অনুমানিক বয়স(৪০)।
স্হানীয় সুত্রে জানা যায়,৮ই নভেম্বর(শনিবার)বিকাল ৫টায় এলাকার কয়েকজন তরুণ ফুটবল খেলার শেষে শান্তির মা দীঘিতে গোসল করতে এসে বস্ত্রহীন মৃত মানুষের একটি লাশ দীঘির পানিতে ভাসতে দেখে পটিয়া থানার পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনা স্হলে পৌঁছে বস্ত্রহীন মৃত মানুষের একটি লাশ উদ্ধার করে।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ সদস্য দ্রুত ঘটনা স্হলে পৌঁছে দীঘির পানি থেকে ভাসমান অবস্থায় বস্ত্রহীন মৃত মানুষের একটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।লাশটির পরিচয় এখনো পাওয়া যায় নি।পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।