ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া মুজাফরাবাদ কাদের ফিলিং স্টেশন এলাকায় র্র্যাব ৭ অভিযান চালিয়ে ৬০হাজার পিচ ইয়াবা,নগদ টাকা,২টি মাইক্রোবাস সহ ৫ জনকে আটক করেন।
র্্যাব সুত্রে জানা যায় ৮ই নভেম্বর (শনিবার) দুপুরে ১টায় কক্সবাজার থেকে মাদক বহনকারী ২টি মাইক্রোবাস চট্টগ্রামে প্রবেশ করতেছে।গোপন সুত্রে খবর পেয়ে র্্যাব-৭ এর একটি বিশেষ টিম পটিয়া উপজেলার মুজাফরাবাদ এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন।এ সময় একটি মাইক্রোবাস চেকপোস্টের সামনে এসে পালিয়ে যেতে চেষ্টা করলে ধাওয়া দিয়ে সেটিকে আটক করে গাড়িতে বসা ইয়াবাসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়।এদের মধ্যে আবদুল্লাহ আল মামুনের পকেট থেকে ১০পিস ইয়াবা,গাড়ির ভিতর পলিথিন মোড়ানো ২লাখ ৪৩হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
তাদের দেয়া তথ্য মতে কচুয়াই ইউনিয়ন ৫নং ওর্য়াডে লুকিয়ে রাখা আরেকটি মাইক্রোবাস হতে ৬০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য প্রায় ১কোটি ৮০লাখ টাকা। মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাস ২টি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,১/মো:আবদুল্লাহ আল মামুন (৪২)পীং-আবদুল মতিন,পাটোয়ারি গ্রাম,সদর থানা,লক্ষীপুর জিলা।২/মো:মাঈন উদ্দীন(৪২),পীং-মো:ফিরোজ, রসুলপুল গ্রাম,মুরাদনগর থানা,কুমিল্লা জেলা। ৩/মো:রাশেদুল আলম(৩৭)পীং-আবদুল হামিদ,হাবিবুর রহমান গ্রাম,পটিয়া থানা,চট্টগ্রাম জেলা।৪/মো;জসিম উদ্দিন (৪১)পীং-ছিদ্দিক আহমদ,আল্লাই গ্রাম,পটিয়া থানা,চট্টগ্রাম জেলা। ৫/মো:জুনায়েদ তানভীর তরফদার (২৯)পীং-আবদুস সামাদ তরফদার, গ্রাম সরিষাবাড়ি, জামাল পুর জেলা।
চট্টগ্রাম র্্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত আসামিদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়।