
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে হোমিওপ্যাথি চিকিৎসক জাহাঙ্গীর আলম বাবু (৪২) অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অপহরণের পর তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় চিকিৎসকের ভাগ্নী জামাইসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী।
অপহৃত জাহাঙ্গীর আলম বাবু শেরপুর উপজেলার শালফা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। অভিযোগে জানা গেছে, ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের মন্টু তালুকদারের ছেলে নুর আলম সুইট (৩০) এই অপহরণের মূল হোতা।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) দুপুরে শেরপুর শহর থেকে নেশা জাতীয় বস্তু শুঁকিয়ে জাহাঙ্গীর আলমকে অচেতন করে অপহরণ করা হয়। পরে ফোনে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
অপহৃতের স্ত্রী রোজিনা খাতুন বলেন, “আমার স্বামীর ভাগ্নির সঙ্গে সুইটের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে সে নিয়মিত যৌতুকের দাবিতে নির্যাতন চালাত। আমরা মেয়েটিকে বাড়িতে নিয়ে আসি। এরপর থেকেই সুইট সামাজিক যোগাযোগমাধ্যমে আমার স্বামীকে দেখে নেওয়ার হুমকি দিত। অবশেষে শনিবার সে আমার স্বামীকে নেশা জাতীয় ওষুধের গন্ধ শুঁকিয়ে অপহরণ করে। এখন তারা মুক্তিপণের টাকা দাবি করছে এবং টাকা না দিলে স্বামীকে হত্যা করার হুমকি দিচ্ছে।”
তিনি আরও জানান, এই ঘটনায় তিনি ভাগ্নী জামাই নুর আলম সুইট, তার বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক মো. জয়নুল আবেদীন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুইজন অভিজ্ঞ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই অপহৃত জাহাঙ্গীর আলম বাবুকে উদ্ধার করা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চিকিৎসককে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।





















