
মোঃসুলতান মাহমুদগাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতা পালিয়েছেন; যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন (৩৫) ধনুয়া কাচারিপাড়া গ্রামের হজরত আলীর ছেলে এবং গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও অন্তর্ভুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে ধনুয়া কাচারিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মনির হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে ধনুয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে মনিরের সহযোগীরা হঠাৎ পুলিশের ওপর হামলা চালায় এবং হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালালেও মনিরকে আর ধরতে পারেনি। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
হাতকড়াসহ আসামি পলায়নের বিষয়ে জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই আবুল বাশার সাংবাদিকদের কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দু বারিক বলেন,হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির হোসেন দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান চলছে।
স্থানীয়দের মতে, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অনেকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।





















