ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুজাফফরবাদ কার্যলয়ের উপ-পরিদর্শক (এএসআই) আবদুল আল মামুন (৪১)কে ইয়াবা সহ আটক করেনর্্যাব-৭ এর একটি বিশেষ টিম।
পটিয়া থানা সুত্রে জানা যায়, চট্টগ্রামর্্যাব ৭ এর একটি বিশেষ টিম গোপন সূত্রে, খবর পায়,আজ কক্সবাজার থেকে ২টি মাইক্রোবাস করে মাদকদ্রব্যর একটি ইয়াবা চালান চট্টগ্রামে পাচার হবে।সাথে সাথের্্যাব-৭ পটিয়া থানার খরনা ইউনিয়নে মুজাফফর বাদ কাদের ফিলিং স্টেশনস্হ চেক পোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে ৬০হাজার ইয়াবা সহ ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটককৃত ৫জনের মধ্যে আবদুল্লাহ আল মামুন হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম(খ)সার্কেল পটিয়া উপজেলার মুজাফফর বাদ কার্যলয়ের সহকারী উপ- পরির্দশক(এএসআই) পদে কর্মরত।
র্্যাব-৭তল্লাশী করে তার পকেট থেকে ১০টি ইয়াবা,১টি ওয়াকিটকি সেট,মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লেগো যুক্ত ৩টি কুটি ও ক্যাপ তার কাছ থেকে উদ্ধার করে। তার মালিকানাধীন নিজস্ব মাইক্রোবাস হতে ৬০হাজার পিস ইয়াবা যার আনুমানিক মূল্য ১লাখ ৮০হাজার টাকা ও নগদ ২লাখ ৪৩ হাজার ৫শ টাকা উদ্ধার করে।
পটিয়া থানায় গত ৯ই নভেম্বর একটি মামলা দায়ের হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র দে বলেন,পটিয়ায় গত ৮ই নভেম্বরর্্যাব-৭ অভিযান চালিয়ে ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পটিয়া থানায় হস্তান্তর করেন।সেখানে আবদুল আল মামুন নামে একজন মাদক দ্রব্য অধিদপ্তরের এএসআই পদে আছেন।পুলিশ ৫দিনের রিমান্ড আবেদন করে।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, আবদুল আল মামুনকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি মামলা দায়ের হয়।পুলিশ আইন গত প্রক্রিয়ায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ইয়াবাসহ আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এএসআই আবদুল আল মামুন লক্ষীপুর জেলার সদর থানার পাটোয়ারী গ্রামের আবদুল মতিনের পুত্র।