
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ “নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই, প্রতিবাদ করি ও প্রতিরোধ গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার অভিরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সচেতনতামূলক কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পল্লীশ্রী বাস্তবায়িত “বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কন্যাশিশুর সামাজিক ও মানবাধিকার অংশগ্রহণ জোরদারকরণ (হোপ)” প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি বলেন,
“নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ সমাজের অগ্রগতির অন্যতম বড় বাধা। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগ প্রয়োজন।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রী হোপ প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রচারাভিযানের সভাপ্রধান শামসুন নাহার। তিনি বলেন,
“নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইতিবাচক মানসিকতা ও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু নারী নয়, গোটা সমাজের উন্নয়নের ভিত্তি।”
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা-তুজ-জহুরা, নেটজ্ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন এবং মোকামতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক সমাজ সংগঠনের সদস্য ও মানবাধিকার কর্মী রবিউল ইসলাম রবি।
প্রচারাভিযানে নারীর অধিকার রক্ষা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, আইনি সহায়তা গ্রহণের পদ্ধতি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়া অধিকারভিত্তিক নাটিকা পরিবেশন ও সিগনেচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় প্রচারাভিযান
অথবা নারী অধিকার প্রতিষ্ঠায় শিবগঞ্জে হোপ প্রকল্পের সচেতনতামূলক কর্মসূচি।





















