সুলতান আহম্মেদ, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউনের হুঁশিয়ারি’র প্রতিবাদে বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা উপজেলা বিএনপির নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা সাঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পল্টন মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র নেতা মোঃ আরশাদুল কবির রাঙ্গা। সভাপতিত্ব করেন ৩নং সাঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবু।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের নেতা শাহিন আহমেদ, থানা বিএনপির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ৩নং সাঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, ৬নং ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস, উপজেলা ছাত্রদলের নেতা মোঃ মাহফুজ আহমেদ টিটু, মোঃ সোহেল, এবং স্বেচ্ছাসেবক দলের মোঃ নুরুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, “আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচি দমন করার নামে ‘লকডাউন’ ঘোষণার হুমকি কোনোভাবেই গণতন্ত্রের সহায়ক নয়। বিএনপি গণতন্ত্র রক্ষায় রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।”
সমাবেশ শেষে নেতাকর্মীরা সরকারের একচেটিয়া ক্ষমতা ও দমননীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।