মোছা. পারভীন আক্তার জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রহমান। উক্ত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলার বর্তমান পরিস্থিতিতে অন্যান্য উপজেলার তুলনায় দেওয়ানগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায়, কমিটির সদস্যরা তাদের বক্তব্যে প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।উক্ত সভায় দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি, সেনাবাহিনীর সদস্য,বিজিবির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।