
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃবাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের ধুনট উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কান্তগর বাজার সংলগ্ন বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি মুরাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মুনসুর আহমেদ পাশা।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন চঞ্চল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক রিপন শেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা লেদ শ্রমিক দলের সভাপতি লিটন শেখ (বাঘা), বগুড়া জেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দিন প্রাং, সাধারণ সম্পাদক বি. এম. বকুল মোল্লা, ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস মুনজিল হক এবং জেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফাইজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন,সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন জোরদার, ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ আলী জন, উপজেলা শ্রমিক দলের সভাপতি বনি আমিন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জিন্নাহুর রহমান রাকিব, উপজেলা তাঁতী দলের সভাপতি আমিনুল ইসলাম পাঠান, উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি শাহীন আলম এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এস,এম রানা, চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল করিম সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু শেখ’সহ দলীয় নেতা-কর্মীরা।
সম্মেলনে বক্তারা সংগঠনের ঐক্য ও শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।





















