
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামের মাঠে উৎসবমুখর পরিবেশে ফুটবল ফাইনাল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নির্বাচিত বিপ্লবী সফল সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন। এ সময় তিনি খেলোয়াড়দের খেলাধুলার প্রতি উৎসাহিত করেন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্য ও বিপুল সংখ্যক দর্শক। খেলা শেষে মাঠে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।





















