মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম জেলা প্রাতিনিধি : হাটহাজারী ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির উদ্যোগে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা ২০২৫। সমিতির বিগত বছরের সার্বিক কার্যক্রম, উন্নয়নমূলক উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা ও আগামী অর্থবছরের বাজেট নিয়ে সভায় বিশদ আলোচনা করা হয়।
সভায় শোক প্রস্তাব গ্রহণ, ২০২৪-২০২৫ অর্থবছরের সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন, ২০২২-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব এবং ২০২৪-২০২৫ অর্থবছরের হিসাবচিত্র তুলে ধরা হয়। পাশাপাশি ২০২৫-২০২৬ অর্থবছরের পরিকল্পনা ও বাজেট ঘোষণা করা হয়। সংগঠনের রেজিস্ট্রেশনের পর থেকে দায়িত্ব পালনকারী সাবেক সভাপতি ও সম্পাদকমণ্ডলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভাপতি অনুমতিক্রমে বিবিধ বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন শ্রী কল্যাণ পাল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিজেন ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মৃণাল কান্তি সূত্রধর, নন্দীরহাট লোকনাথ সেবাশ্রমের সভাপতি প্রকৌশলী ঝুলন দাশ, বাজুস সভাপতি যীশু বণিক, মহানাম সেবক সংঘের সভাপতি অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ এবং সাবেক ব্যাংকার বিবেকানন্দ রায়।
উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন বিশ্বনাথ চৌধুরী, উজ্জ্বল পাল ও অঞ্জন দাশগুপ্ত।
সমিতির নেতৃত্বে ছিলেন সহ-সভাপতি অধ্যাপক বিকাশ নন্দী ও নূপুর কান্তি দেব, সাধারণ সম্পাদক লিটন পালিত, সহ-সাধারণ সম্পাদক নটরাজ চৌধুরী ও মূখেশ নন্দী, অর্থ সম্পাদক পলাশ কান্তি চক্রবর্ত্তী, সহ-অর্থ সম্পাদক জনি শীল, দপ্তর সম্পাদক ধীমান পাল, সহ-দপ্তর সম্পাদক শৈবাল নন্দী, সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জিকু শীল, সমাজকল্যাণ সম্পাদক অপরেশ চক্রবর্ত্তী, সহ-সমাজকল্যাণ সম্পাদক নিপু বিশ্বাস, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শান্তনু ভট্টাচার্য্য, সহ সম্পাদক রুমেন নন্দী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দ্বীপ চৌধুরী, সহ-সম্পাদক সঞ্জয় শীল এবং সদস্য রঞ্জন চৌধুরী (সজল), চন্দন বিশ্বাস, প্রিয়ব্রত চৌধুরী, রাজীব মজুমদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন জিকু শীল, রাজীব মজুমদার, ধীমান পাল, প্রিয়ব্রত চৌধুরী ও প্রসেনজিৎ চৌধুরী।
বক্তারা সমিতির কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা, স্থানীয় মানুষের কল্যাণে উদ্যোগ বৃদ্ধির পাশাপাশি সদস্যদের নিষ্ঠা ও সক্রিয়তার প্রশংসা করেন। বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সদস্যদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।