
এস এ খান শিল্টু জেলা প্রতিনিধি মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তোফাজ্জল বিশ্বাস, এক স্কুলশিক্ষক, ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল পুরাতন দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
দুর্ঘটনার পর মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দলিয়ারপুরে। তার পিতার নাম জামাত আলী।
নিহত তোফাজ্জলের ভাই জানান,
“আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা জানায়, ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছিল।”
শিক্ষকতার পাশাপাশি তোফাজ্জল ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। স্কুল ছুটি শেষে ব্যবসায়িক কাজে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাক শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে।





















