মীর শাহীন স্টাফ রিপোর্টার তজুমদ্দিন,ভোলা : ভোলা জেলার তজুমদ্দিনের চাচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হালীম সর্দার বাড়ির প্রবাসী আইয়ুব আলীর বসত ঘর ভাংচুর ও চাঁদা দাবী করে প্রাননাশের হুমকির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী আইয়ুব আলী বলেন আমি দীর্ঘ নয় বছর প্রবাসে থেকে দুই মাস আগে ছুটিতে বাড়িতে আসি।
গত ১৪ নভেম্বর সন্ধ্যার পরে আমি আমার বাড়ির পাশ্ববর্তী বেড়িবাঁধে গেলে একদল যুবককে সেখানে তাস খেলতে দেখতে পাই।তারা আমাকে দেখে আমার পরিবার নিয়ে বাজে মন্তব্য করে আমি তার প্রতিবাদ করলে সন্ত্রাসী জাকির,গিয়াস,আলাউদ্দিন, মন্জু সহ মিলে আমাকে মেরে রক্তাক্ত করে।
আহত হয়ে আমি চিকিৎসা নিতে লালমোহন হাসপাতালে গেলে তারা আমাকে খুজতে আমার বাড়িতে যায়। আমাকে বাড়িতে না পেয়ে তারা আমার বসত ঘর ভাংচুর করে ও আমার স্ত্রীর কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবী করে ও আইনের আশ্রয় নিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি এখন চরম নিরাপত্তা হীনতার মধ্যে আছি।
ঘটনার বিষয়ে জানতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ওমর আসাদ রিন্টু'কে ফোন দিলে তিনি বলেন ঘটনার বিষয়ে আমি অবগত নই। তবে যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য দলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগীতা করব।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত আলী এ বিষয়ে বলেন আমি এই ঘটনাটি শুনেছি ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির মুখোমুখি করা হবে।