খাজা রাশেদ,লালমনিরহাট জেলা প্রতিনিধ : লালমনিরহটে বিএনপি'র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বীর মুক্তিযুদ্ধের সংগঠন লালমনিরহাট জেলা কমান্ড ও উপজেলা কমান্ড।
সোমবার ১৭ নভেম্বর বেলা ১২ টায় শহরের থানা গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলার হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার লুৎফর রহমান। এ সময় বীর মুক্তিযোদ্ধা এন্তাজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী সহ লালমনিরহাট জেলা ও উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিস্তা বাঁচাও মানববন্ধনের আন্দোলন চলাকালে দুলু অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে স্কয়ার হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী।