হুমায়ুন কবির নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর সাথে স্থানীয় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ নভেম্বর) সোমবার সকাক ১১ ঘটিকার সময় উপজেলার চামটা বাজারের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী আসন্ন নির্বাচন, দলের অবস্থান, নান্দাইলের উন্নয়ন পরিকল্পনা এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, নান্দাইলকে আমরা বদলে দিতে চাই। মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নেমেছি। মানুষের দীর্ঘদিনের বঞ্চনার সমাধান করতে চাই। যথাযথ পরিকল্পনা ও সুষ্ঠু নেতৃত্ব পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন সম্ভব। আমি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নান্দাইলকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করব।
এছাড়াও সাংবাদিকদের কল্যাণে বিশেষ উদ্যোগের কথাও ইয়াসের খান চৌধুরীর উল্লেখ করেন বলেন, নান্দাইলের সকল সাংবাদিককে এক ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের জন্য উপজেলায় একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে, যেখানে সাংবাদিকরা পৃথক পৃথক অফিস ও আবাসন সুবিধা পাবেন। আমি নির্বাচিত হলে উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য পে-স্কেল কার্যকরের জন্য জাতীয় সংসদে দাবি তুলবো।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির সহ নান্দাইলের বিভিন্ন কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।