, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিস্থাপিত করেন ভারতীয় সহকারি হাই কমিশনার ঝালকাঠিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

কালীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও খাদ্য সচেতনতা কর্মসূচি পালিত 

  • প্রকাশের সময় : ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৮৯ পড়া হয়েছে

খাজা রাশেদ,লালমনিরহাট জেলা প্রাতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনোসিস, লালমনিরহাট এর সার্বিক সহযোগিতায় সোমবার( ১৭ নভেম্বর) উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও খাদ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎এসময়ে উপস্থিত ছিলেন বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুর মোহাম্মদ, সহ-সভাপতি সাজেদা আক্তার সিমি, সাধারণ সম্পাদক মো. আরিফ কবির, যুগ্ন-সাধারণ সম্পাদক সফিউল আজম, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হক এমরান, সদস্য মো. রেদওয়ান ইসলাম মাখন, মোঃ ফুয়াদ ইসলাম, শিমু ইসলাম, নুরীতাজ বেগম সহ আরও অনেকেই।

‎কর্মসূচিতে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে তাৎক্ষণিকভাবে রিপোর্ট প্রদান করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য, নকল খাবারের ক্ষতি, স্বাস্থ্যকর খাবার নির্বাচন, খাদ্যের লেবেল পড়ার গুরুত্ব এবং দৈনন্দিন খাদ্যাভ্যাস এসব বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়। শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নানা প্রশ্ন তুলে ধরে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো শেখানো হয়।

‎দক্ষিণ ঘনেশ্যাম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জানায়, আজকের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে আমরা নিজেদের রক্তের গ্রুপ জেনে খুব উপকৃত হয়েছি। পাশাপাশি খাদ্য সচেতনতা নিয়ে যে আলোচনা হয়েছে, তা আমাদের দৈনন্দিন  জীবনে কীভাবে নিরাপদ খাবার নির্বাচন করতে হবে—তার বাস্তব ধারণা দিয়েছে।  নকল খাবার চিনতে শেখা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

‎বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুর মোহাম্মদ বলেন,রক্তের গ্রুপ জানা শুধু ব্যক্তিগত তথ্য নয়,বিপদের সময় কারো প্রাণ বাঁচানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই দেশের প্রতিটি তরুণ অন্তত নিজের রক্তের গ্রুপ জানুক এবং প্রয়োজনে অন্যের পাশে দাঁড়াক।

‎ভবিষ্যতে একই ধরণের আরও ক্যাম্প, নিরাপদ খাদ্য প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, দুর্যোগ প্রস্তুতি শিক্ষা এবং মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি এবং এই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চাই।

‎দক্ষিণ ঘনেশ্যাম স্কুল অ্যান্ড কলেজ এর অধ‍্যক্ষ জানান,আজ বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে একটি মহান ও প্রশংসনীয় কাজ। আমরা এই সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাদেরকে আরও বড় পরিসরে মানবিক কাজ করার তাওফিক দেন। বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এবং খাদ্য সচেতনতা নিয়ে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা যে জ্ঞান অর্জন করেছে, তা তাদের বাস্তব জীবনে কাজে লাগবে। এ ধরনের  মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক ভাবনার সৃষ্টি করবে।

জনপ্রিয়

বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও খাদ্য সচেতনতা কর্মসূচি পালিত 

প্রকাশের সময় : ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

খাজা রাশেদ,লালমনিরহাট জেলা প্রাতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনোসিস, লালমনিরহাট এর সার্বিক সহযোগিতায় সোমবার( ১৭ নভেম্বর) উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও খাদ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎এসময়ে উপস্থিত ছিলেন বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুর মোহাম্মদ, সহ-সভাপতি সাজেদা আক্তার সিমি, সাধারণ সম্পাদক মো. আরিফ কবির, যুগ্ন-সাধারণ সম্পাদক সফিউল আজম, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হক এমরান, সদস্য মো. রেদওয়ান ইসলাম মাখন, মোঃ ফুয়াদ ইসলাম, শিমু ইসলাম, নুরীতাজ বেগম সহ আরও অনেকেই।

‎কর্মসূচিতে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে তাৎক্ষণিকভাবে রিপোর্ট প্রদান করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য, নকল খাবারের ক্ষতি, স্বাস্থ্যকর খাবার নির্বাচন, খাদ্যের লেবেল পড়ার গুরুত্ব এবং দৈনন্দিন খাদ্যাভ্যাস এসব বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়। শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নানা প্রশ্ন তুলে ধরে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো শেখানো হয়।

‎দক্ষিণ ঘনেশ্যাম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জানায়, আজকের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে আমরা নিজেদের রক্তের গ্রুপ জেনে খুব উপকৃত হয়েছি। পাশাপাশি খাদ্য সচেতনতা নিয়ে যে আলোচনা হয়েছে, তা আমাদের দৈনন্দিন  জীবনে কীভাবে নিরাপদ খাবার নির্বাচন করতে হবে—তার বাস্তব ধারণা দিয়েছে।  নকল খাবার চিনতে শেখা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

‎বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুর মোহাম্মদ বলেন,রক্তের গ্রুপ জানা শুধু ব্যক্তিগত তথ্য নয়,বিপদের সময় কারো প্রাণ বাঁচানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই দেশের প্রতিটি তরুণ অন্তত নিজের রক্তের গ্রুপ জানুক এবং প্রয়োজনে অন্যের পাশে দাঁড়াক।

‎ভবিষ্যতে একই ধরণের আরও ক্যাম্প, নিরাপদ খাদ্য প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, দুর্যোগ প্রস্তুতি শিক্ষা এবং মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি এবং এই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চাই।

‎দক্ষিণ ঘনেশ্যাম স্কুল অ্যান্ড কলেজ এর অধ‍্যক্ষ জানান,আজ বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে একটি মহান ও প্রশংসনীয় কাজ। আমরা এই সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাদেরকে আরও বড় পরিসরে মানবিক কাজ করার তাওফিক দেন। বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এবং খাদ্য সচেতনতা নিয়ে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা যে জ্ঞান অর্জন করেছে, তা তাদের বাস্তব জীবনে কাজে লাগবে। এ ধরনের  মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক ভাবনার সৃষ্টি করবে।