সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে কালাই উপজেলার পাঁচশিরা বাজারে বসেছে বাঙালীর ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উপলক্ষে এক দিনের মাছের মেলা।
ভোর থেকে শুরু হওয়া এই মেলায় ভিড় করেন জামাই-মেয়ে, আত্মীয়-স্বজন সহ সকল বয়সী মানুষ।
অগ্রহায়ণ মাসের প্রথম দিন এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।ভোরের কুয়াশা উপেক্ষা করে এই মেলায় ক্রেতা বিক্রেতাদের ঢল নামে। মেলায় নানা প্রজাতির মাছ দেখা যায়।দেশীয় জাতের রুই, কাতলা, সিলভার কার্প,পাঙ্গাস, চিতল সহ নানা প্রজাতির বড় বড় মাছ বিক্রি করেন ব্যবসায়ীরা।এসব মাছ বাজার থেকে কিনে নিয়ে জামাই শুশুর বাড়িতে যায়।এটি মেলার অন্যতম আকর্ষণ।
মেলায় ৩ থেকে ৩৫ কেজি ওজনের মাছ ওঠেছে।৩৫ কেজি সিলভার কার্প মাছ বিক্রি হয়েছে ৪২ হাজার টাকায়।এছাড়া ১৯ কেজি কাতলা মাছ বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়।
মেলায় মাছ ব্যবসায়ীরা জানান,মাছের দাম বেশি হওয়ায় বিক্রি কম হয়েছে।ক্রেতার সংখ্যা ছিল কম।ফলে অনেকের আশঙ্কা কম বেচাকেনায় লোকসান হতে পারে।
মেলায় মাছ ক্রেতারা জানান,প্রতি বছর এ মেলা বসে,আমরা দূর দূরান্ত থেকে এসে মাছ ক্রয় করি। কিন্তু বাজার এবার মাছের দাম বেশি।তার পরও নবান্ন উৎসব উপলক্ষে মাছ কেনার আগ্রহ ছিল সবার মধ্যে আগ।
কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন,প্রতিবছর কালাই পাঁচশিরা বাজারে নবান্ন উৎসব উপলক্ষে মাছের মেলা বসে।এখানে নানা প্রজাতির বড় বড় মাছ মেলায় ক্রয় বিক্রয় হয়।জামাই এসব মাছ কিনে শুশুর বাড়িতে যায়।এটি বাঙ্গালীদের ঐতিহ্য।