গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধ:
টাঙ্গাইলের সখিপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সদস্য ও টিটিভির সখিপুর উপজেলা প্রতিনিধি মো. সাব্বির আহমেদের দাদা লাল মাহমুদ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি গতকাল ১৭ নভেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৮৫ বছর। তিনি চার ছেলে ও অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার বড় দুই ছেলে আব্দুস ছামাদ ও জয়নাল কৃষিকাজ করেন, আব্দুল্লাহ বোয়ালী বাজারে ব্যবসা করেন এবং ছোট ছেলে দুলাল কুয়েত প্রবাসে অবস্থান করছেন।
মরহুম লাল মাহমুদের জানাযার নামাজ আজ বিকেল ৪টা ৩০ মিনিটে সখিপুর উপজেলার শোলাপ্রতিমা পূর্ব পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় বোয়ালী ও শোলাপ্রতিমা গ্রামের অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। মরহুমের জানাযায় তার নাতি সাজ্জাত ইমামতি করেন।
সদ্য প্রয়াত দাদার রুহের মাগফেরাত কামনা করে সখিপুর প্রেসক্লাবের সদস্য মো. সাব্বির আহমেদ উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।