
এম এন জাকারিয়া খাঁন মুরাদ কুড়িগ্রাম প্রাতিনিধিঃ
কুড়িগ্রামে গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড ও বিলবোর্ড স্থাপনের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।আজ (বুধবার) বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্রীন ভয়েসের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনটি সঞ্চালনা করেন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি সৌরভ বাবু। বক্তারা বলেন, গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড স্থাপন শুধু গাছেরই ক্ষতি করে না, বরং সামগ্রিক পরিবেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি করে।
এসময় গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য রাইসুল ইসলাম নোমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ইস্তেহারে পরিবেশ সংরক্ষণকে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় নীতিনির্ধারকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা প্রশাসনের প্রতি শহরজুড়ে গাছে ঝুলন্ত সব বিলবোর্ড ও সাইনবোর্ড দ্রুত অপসারণের অনুরোধ জানান। পাশাপাশি ভবিষ্যতে কেউ গাছের গায়ে পেরেক ঠুকে সাইনবোর্ড স্থাপন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।




















