
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নিশিন্দারা খাঁ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব–১২। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয় বলে র্যাব সূত্রে জানা গেছে।
র্যাব জানায়, চারমাথা মোড় এলাকা দিয়ে মোটরসাইকেলে করে কিছু ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বহন করছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১২, বগুড়ার সিপিএসসি দলের একটি আভিযানিক দল অধিনায়ক এর দিকনির্দেশনায় ও র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং-এর সহযোগিতায় নিশিন্দারা খাঁ পাড়া এলাকায় পবনা বাড়ী নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসার পাশে নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালায়।
অভিযানে গ্রেফতার হলেন, আরিফুল ইসলাম তুহিন (৩১), পিতা মোঃ সাইফুল ইসলাম, সাং বেলভুজা, শিবগঞ্জ, বগুড়া (বর্তমান ঠিকানা জয়পুরপাড়া, পশ্চিমপাড়া)।
আবু নাসের শেখ হৃদয় (২৮), পিতা আব্দুল গফুর শেখ, সাং হাকির মোড়, ১নং ওয়ার্ড।
হাসিব শেখ (২৪), পিতা মোঃ খোকা শেখ, সাং নিশিন্দারা পূর্ব খাঁ পাড়া, বগুড়া।
তাদের কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল, ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি Discover 125 মোটরসাইকেল, ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, ৬টি সিমকার্ড এবং ৩,৭৪০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।





















