
মোঃআবদাল মিয়া মৌলভীবাজার প্রতিনিধি :
দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে ব্যবসায়ী ঐক্য ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে আয়োজনে হাসান আহমেদ জাবেদ প্যানেলের পরিচিতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জানামতে,চেম্বার অব কমার্স সংস্থাটির জন্য লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত এই প্রথম হাসান আহমেদ জাবেদ প্যানেল জেলার প্রত্যেকটি উপজেলার চেম্বারের সদস্যদের দোরগোড়ায় গিয়ে তাদের সাথে মতবিনিময় করে চলেছে, এমন ইতিহাস পূর্বে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন অনেক ভোটার।
জেলা শহরসহ সব ক’টি উপজেলার ব্যবসায়ীদের নিয়ে পরিচিতি ও মত বিনিময় সভা করে যাচ্ছেন তারা।
এরই ধারাবাহিকতায় সোমবার ১৭ই নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে সংস্থার স্থানীয় ভোটার, বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক জাঁকজমক পূর্ণ পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অত্যন্ত সাবলীল ভাষায় নিজ প্যানেলের পরিচয় ও ব্যবসায়িক অবস্থান তুলে ধরেন হাসান আহমেদ জাবেদ। এসময় একে একে প্যানেলের সবাইকে স্টেজে নিয়ে তাদের ব্যবসায়িক এবং ব্যক্তিগত সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন। কোন ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে এই প্রথম এ ধরনের জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে নিজেদেরকে তুলে ধরেছেন হাসান আহমেদ জাবেদ প্যানেল। এ সময় তিনি ব্যবসার স্বার্থে জেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তারা বিজয়ী হলে ব্যবসায়িকদের কল্যাণে কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন। এ সময় অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। জাবেদ প্যানেল যাদেরকে পরিচয় করিয়ে দিলেন তারা হলেন-
হাসান আহমেদ জাবেদ তিনি প্যানেল প্রধান মো.আব্দুল মুকিত,আনিছুজ্জামান বায়েছ,এমরোজ আহমেদ,
মোঃ দেলোয়ার হোসেন,সালমান আহমেদ জুমান,আবুল কালাম বেলাল,তোফায়েল আহমদ তুয়েল,এমদাদুল হক এমাদ,হাফেজ আহমদ মাহফুজ,মির্জা সোহেল বেগ,
সাইফুর রহমান টুটুল,হায়দার হোসাইন,রাহিদ আহমেদ জাকির,হানিফ মোহাম্মদ খাঁন,মোঃ রুবেল মিয়া,মোঃ মশিক মোল্লা।
অনুষ্ঠান শেষে নৈশভুজ সবাই অংশগ্রহণ করেন।
উল্লেখ্য ব্যবসায়ী ঐক্য ফোরাম মৌলভীবাজারের আমন্ত্রনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।আগামী ১১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ থেকে জানা যায়।





















