
খাজা রাশেদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতি ও সহকারী শিক্ষক নিজের কলেজ, কিন্ডারগার্টেন, মাদ্রাসা পড়ুয়া ছেলে ও মেয়ের নামে উপবৃত্তি গ্রহন সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
অভিযোগ সুত্রে জানা যায়, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিনচড়া কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দম্পতি আবুল কালাম আজাদ, সোহাগী বেগম স্বামী-স্ত্রী ও তাদের চাচাতো ভাই ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলার রহমান বছরের পর বছর উপবৃত্তির টাকা নয়-ছয় সহ বিদ্যালয়টিতে দুর্নীতিতে একক আধিপত্য বিস্তার করেছেন।
সহকারী শিক্ষক দম্পতি আবুল কালাম আজাদ ও সোহাগী বেগমের মেয়ে মাইশা প্রামানিক সাপ্টিবাড়ী মডেল স্কুল (কিন্ডার গার্টেন) এর চতুর্থ শ্রেণিতে ছাত্রী হলেও হরিনচড়া কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২১ থেকে বিভিন্ন শ্রেণিতে ভর্তি দেখিয়ে উপবৃত্তির টাকা নিচ্ছেন এ শিক্ষক দম্পতি।
অথচ উক্ত মাইশা এ বিদ্যালয়ের পড়ালেখা করেন না। সে ২০২৪ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য় শ্রেণি থেকে সাধারণ গ্রেডে বৃত্তিও পান।
এছাড়াও সহকারী শিক্ষক ফজলার রহমানের বড় ছেলে মামুন সরকার এসএসসি পাশ হলেও ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ও তার ছোট ছেলে মাহাবুব রেদওয়ান মাদ্রাসায় পড়লেও এ বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্র দেখিয়ে উপবৃত্তির টাকা নিচ্ছেন শিক্ষক নিজে।
অভিযোগকারীরা জানান, তিন শিক্ষক একই বিদ্যালয়ে ৩৫ বছর কর্মরত থাকায় শুধু নিজের ছেলে ও মেয়ের নামে উপবৃত্তি টাকা গ্রহন করেনি। বিদ্যালয়টিতে তেমন শিক্ষার্থী না থাকায় একজন শিক্ষার্থীকে একই শ্রেণিতে বার বার ভর্তি দেখিয়ে নামে-বেনামে অভিভাবকসহ উপবৃত্তির টাকা ভাগাভাগি করছেন।
এমনকি এ বিদ্যালয়ে তিন শিক্ষকের অনিয়ম, দুর্নীতির, দাপট, স্বেচ্ছচারিতা, ষড়যন্ত্রের মুখে অন্য কোন শিক্ষক যোগদান করলেও নিজে বদলি নিতে বাধ্য হন।
অভিযোগকারীরা আরো জানান, বর্তমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি শুন্য থাকায় স্বামী-স্ত্রী ও চাচাতো ভাই প্রধান শিক্ষক হতে মরিয়া। এসব দুর্নীতিবাজদের প্রধান শিক্ষক হওয়ার কোন যোগ্যতা নেই। তাদের মধ্যে একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পেলে শিক্ষার্থী সংকট, পড়ালেখার মান নষ্ট সহ পুরো বিদ্যালয়টিকে লুটেপুটে নিজের পকেট ভরার আশঙ্কা করছেন এলাকাবাসী।
হরিনচড়া কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শুন্য হওয়ায় দায়িত্ব নিয়ে ঝামেলা চলছে। আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ করেছে তারা অভিযোগ তুলে নিবে।
এ বিষয়ে লালমনিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক বলেন, হরিনচড়া কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। যা তদন্তের জন্য একজন শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।





















