
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার উপশহর এলাকায় ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ তাদের ২৯৭তম শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। শনিবার (২২ নভেম্বর) উদ্বোধনের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হয়। নতুন শাখার মাধ্যমে এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী আরও সহজে উন্নয়নমূলক সেবা গ্রহণের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (ক্ষুদ্রঋণ) তারিক সাঈদ হারুন, ডিভিশনাল ম্যানেজার রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা আরডিআরএস বাংলাদেশের দীর্ঘ সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নতুন শাখার সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী ও কমিউনিটির প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
নতুন শাখা অফিস থেকে ক্ষুদ্রঋণ, সঞ্চয়, প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক সেবা আরও কার্যকরভাবে প্রদান করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য, দেশের প্রথম প্রজন্মের অন্যতম উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ গত ৫৩ বছরেরও বেশি সময় ধরে উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।




















