, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা: চক্রের সদস্য রফিকুল ইসলাম আটক

  • প্রকাশের সময় : ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৬৩ পড়া হয়েছে

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকের ভেতরে প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের সদস্য রফিকুল ইসলাম (৫০)–কে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অবস্থিত সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি বর্তমানে রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

ঘটনার বিবরণ
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার কোচাশহর এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। সেই সময় ব্যাংকের ভেতরে আগে থেকেই ওত পেতে থাকা রফিকুল ইসলাম উত্তোলনকৃত টাকার মধ্যে নকল নোট আছে দাবি করে টাকাগুলো পরীক্ষা করার নাম করে সুকৌশলে ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী ডা. তোফাজ্জল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ব্যাংকের সিসিটিভি ফুটেজে প্রতারকের মুখ শনাক্ত হয়।

পুনরায় ব্যাংকে ফিরে ধরা
আজ রবিবার সকাল ১১টার দিকে একই প্রতারক আবারও সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় গিয়ে প্রতারণার উদ্দেশ্যে ঘোরাফেরা শুরু করে। সিসিটিভিতে পূর্বের ঘটনার ভিডিও দেখে তাকে শনাক্ত করে ব্যাংকের পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা আটক করেন। পরে তাকে সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদের কক্ষে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়।

উপ-পরিদর্শক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণার অভিযোগে রফিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেন।

পুলিশের মন্তব্য
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান,
ধৃত রফিকুল ইসলাম একটি সক্রিয় প্রতারক চক্রের সদস্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা: চক্রের সদস্য রফিকুল ইসলাম আটক

প্রকাশের সময় : ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকের ভেতরে প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের সদস্য রফিকুল ইসলাম (৫০)–কে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অবস্থিত সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি বর্তমানে রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

ঘটনার বিবরণ
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার কোচাশহর এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। সেই সময় ব্যাংকের ভেতরে আগে থেকেই ওত পেতে থাকা রফিকুল ইসলাম উত্তোলনকৃত টাকার মধ্যে নকল নোট আছে দাবি করে টাকাগুলো পরীক্ষা করার নাম করে সুকৌশলে ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী ডা. তোফাজ্জল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ব্যাংকের সিসিটিভি ফুটেজে প্রতারকের মুখ শনাক্ত হয়।

পুনরায় ব্যাংকে ফিরে ধরা
আজ রবিবার সকাল ১১টার দিকে একই প্রতারক আবারও সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় গিয়ে প্রতারণার উদ্দেশ্যে ঘোরাফেরা শুরু করে। সিসিটিভিতে পূর্বের ঘটনার ভিডিও দেখে তাকে শনাক্ত করে ব্যাংকের পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা আটক করেন। পরে তাকে সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদের কক্ষে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়।

উপ-পরিদর্শক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণার অভিযোগে রফিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেন।

পুলিশের মন্তব্য
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান,
ধৃত রফিকুল ইসলাম একটি সক্রিয় প্রতারক চক্রের সদস্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।