মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের পূবাইল থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেনের কাজে প্রশংসায় ভাসছে গোটা পুলিশ।নিজ মাথায় একটি বস্তা নিয়ে দৌড়ে আগুন হাত থেকে মালামাল রক্ষার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন পুলিশের ওই কর্মকর্তা।এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেকে লিখেছেন'এমনপুলিশ ই চেয়েছিলাম'
জানা গেছে, রোববার দুপুরে পূবাইল থানাধীন কুদাব এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাতের সংবাদ পেয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছান।এসময় উৎসুক জনতা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা না করে এই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারন করতেছিল,ঠিক তখন ওসি নিজে দৌড়ে গিয়ে তুলার গুদাম থেকে একটি বড় বস্তা নিজের মাথায় নিয়ে নিরাপদ স্থানে রাখেন। ওসির এই মানবিক কাজ দেখে উপস্থিত সকলে আগুন নিয়ন্ত্রণ ও গুদাম থেকে মালামাল সরিয়ে নিতে সাহায্য করেন।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন বলেন,গুদামের আগুন যখন ছড়িয়ে পড়ছিল তখন আমি উৎসুক জনতাকে গুদাম থেকে মালামাল সরিয়ে নিতে সাহায্য করার জন্য অনুরোধ করি এর মধ্যে থেকে ৩/৪ জন ছাড়া কেউ আগুন নেভাতে না আশায়,আমার সাথে থাকা পুলিশ সদস্যদের কে উৎসুক জনতাকে সামাল দিতে বলি।পরে নিজেই অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত গুদাম ভেতরে থেকে একটি জুটের বস্তা মাথায় নিয়ে বাইরে আসি,এরপর সকলেই আমার সাথে গুদামের মালামাল সরিয়ে নিতে সাহায্য করে।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামের কিছু মেশিনারিজ ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
এ পুলিশ কর্মকর্তা আরোও জানান আমি শুধু একজন আইনের রক্ষক হিসেবে নয় একজম মানুষ হিসেবে এই কাজ করেছি।