
ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এলাকার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা ও সমাজের চলমান প্রেক্ষাপট নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও আনন্দ টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মিজানুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক শাহজালাল সরকার সাজু (মাই টিভি ও দৈনিক আমার দেশ), সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কুমিল্লা প্রতিদিন)।
সভার অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন—সহ-সভাপতি একেএম আজাদ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার পারভেজ শিমুল, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক মো. আবুল খায়ের ইমন, সহ-অর্থ সম্পাদক নূর মোহাম্মদ শ্রাবণ, প্রচার সম্পাদক মো. ফখরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মো. রবিউল হাসান, আইন বিষয়ক সম্পাদক এটিএম ইমদাদুল ইসলাম রনি, নির্বাহী সদস্য মো. আনিছুর রহমান আনাস ও মো. মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুল আলম শাওন সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে বলেন—
“দেশের মানুষ সংবাদমাধ্যমকে আস্থা ও বিশ্বাসের জায়গা হিসেবে দেখে। তাই সংবাদ প্রকাশে সত্যতা, যাচাই-বাছাই ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করে, সত্য জানার পথ খুলে দেয়।”
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় যৌথভাবে কাজ করা প্রয়োজন।
মতবিনিময় শেষে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন চান্দিনা উপজেলা প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।





















