এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার তরুণ চাষী মোঃ খোরশেদ আলম দুলু তালুকদার ভারত সুন্দরী আপেল কুল বড়ই চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের রমজান তালুকদারের ছেলে খোরশেদ আলম ইতোমধ্যেই এলাকায় আধুনিক কৃষি উদ্যোগের উদাহরণ হিসেবে পরিচিতি পেয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়" মাত্র ১০ শতাংশ জমিতে তিনি ‘ভারত সুন্দরী’ জাতের আপেল কুল বড়ই চাষ করেছেন। গাছগুলোর পরিচর্যা ও ব্যবস্থাপনা অত্যন্ত যত্নসহকারে করা হচ্ছে। প্রতিটি গাছে ইতোমধ্যেই ফলধারণ শুরু হয়েছে এবং আশাব্যঞ্জক ফলন দেখে খোরশেদ আলম মনে করছেন, এবারই তিনি বেশ ভালো আয় করতে পারবেন।
চাষী খোরশেদ আলম জানান, “কম জায়গায় বেশি উৎপাদন সম্ভব" এই চিন্তা থেকেই আমি আপেল কুল বড়ই চাষ শুরু করেছি। গাছের বৃদ্ধি ভালো, ফলনও আশানুরূপ। যদি বাজার মূল্য ঠিক থাকে, আমার মতো আরও অনেকেই এ চাষে আগ্রহী হবে।”
ধুনট উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, আধুনিক পদ্ধতিতে পরিচর্যা করলে আপেল কুল বড়ই চাষে লাভজনক ফলন পাওয়া সম্ভব। খোরশেদ আলমের সফলতা অন্য কৃষকদেরও উৎসাহিত করবে বলে মনে করছেন তারা।