এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মুনজু মিয়া নামের এক শারীরিক প্রতিবন্ধীর ঘর ও দোকান ভাঙচুর এবং তার মাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মুনজু মিয়ার মা মনিজা খাতুন এ ঘটনায় প্রতিপক্ষের ৫ জনকে আসামি করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রতিবন্ধী মুনজু মিয়া জানান, শারীরিক অক্ষমতার কারণে তিনি শয়নঘরের একটি কক্ষেই ছোট একটি মুদি দোকান চালিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশী খায়রুল ইসলাম তার দোকান ভাঙচুরের চেষ্টা করে আসছে। গত রবিবার (২৩ নভেম্বর) খায়রুল ইসলাম ও তার সহযোগীরা তার শয়নঘর ও দোকানের বেড়া ভেঙে ইটের দেয়াল দিতে শুরু করে। এ সময় তার মা মনিজা খাতুন বাধা দিলে তাদের মারধর করা হয় এবং ঘর–দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত খায়রুল ইসলাম বলেন, “আমার জায়গায় মুনজু ঘর নির্মাণ করায় আমি সেটি ভেঙে ইট দিয়ে ওয়াল দেওয়ার চেষ্টা করেছি। তবে মারধরের অভিযোগ সত্য নয়।”
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।