
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জোবায়ের ইসলাম রুবেল (৩৬)ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ বোরহান উদ্দিন (৩০)নামের দুইজনকে আটক করতে সক্ষম হয়।
২৩শে নভেম্বর(রবিবার) রাত ৯টায় গোপন সুত্রে খবর পেয়ে পটিয়া থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জঙ্গল খাইন ইউনিয়ন ৯নং ওয়ার্ড হতে স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোঃ জোবায়ের ইসলাম রুবেল কে আটক করে। ২৪শে নভেম্বর (সোমবার)রাত ৩টায় গোপন সুত্রে খবর পেয়ে যৌতুক বিরোধী আইনের মামলার পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ বোরহানকে আটক করে।তার সি আর মামলা নং-৮৩০/২৪।সে ২০১৮ যৌতুক বিরোধী আইনের ৩ধারা ১বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু চাকমা বলেন, পটিয়া থানার পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১জন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ১জন যোতুক বিরোধী আইনের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে। তাদের আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করলে আদালত তাদের কারাগারে প্রেরন করেন।





















